২ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় জুয়াড়ীসহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নকলা উপজেলার পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামাদীসহ হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জুয়ারীরা হলেন কুর্শাবাদাগৌর এলাকার মোজাম্মেল হকের ছেলে সোহেল (২৫), বিল্লাল হোসেনের ছেলে কালাম (২৫), মৃত. আবুল কালামের ছেলে মজনু (৪০), আবুল কাসেমের ছেলে মহব্বত (৫০), মৃত. আব্বাস আলীর ছেলে আতাহার (৩৮), মৃত. হাকিম উদ্দিনের ছেলে নজরুল (৩৫) ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত নারায়নখোলা এলাকার ইউসুফ আলীর ছেলে মুজাহারুল ইসলাম।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, সোমবার রাতে নকলা থানা পুলিশ রাত্রীকালীন ডিউটির সময় বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেন। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।