১৭ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল, ১৭ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা ,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ । সকাল সাড়ে ৯টায় মুক্তমঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান , উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম,কৃষকলীগের আহব্বায়ক আলমগীর আজাদ ও মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন । এসময় উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।