খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ইউপিডিএফ এর চাঁদাবাজি আর অত্যাচারে অতিষ্ঠ মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং-তবলছড়ি এলাকার গরীব দুঃখী সাধারণ কৃষক। (১০ই এপ্রিল)সকাল ০৯ ঘটিকার সময় মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের বাসীন্দা মোঃ রমজান আলী (৩০) চৌধুরীর জমিতে চাষাবাদ করে পরিবারের ০৪সদস্যদের নিয়ে কোন রকম জীবিকা নির্দারনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে শাক-সবজী জমির পরিচর্চা ও বিক্রয়ের জন্য কিছু শাক-সবজি কেটে আনতে যায়, কাজ করা অবস্থায় উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী বাহিনীরা চারপাশ ঘেরাও করে তাকে তাদের অস্ত্র এবং লাঠি দিয়ে মারধর করে,ছিনিয়ে নেয়া হয়েছে কৃষি কাজে ব্যবহৃত দা,কোদালসহ সঙ্গে থাকা মোবাইল ফোনটিও।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ৫/৭তারিখ মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর-লাইফু কুমার কার্বারী পাড়াস্থ ফামঅয়েল বাগান নামক এলাকায় ৫০/৬০ রাউন্ড গুলিবর্সণ সহ মারদরের আলামত রয়েছে। এর আগেও কৃষকদের উপর একাধিক হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ইউপিডিএফ, এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ উপজাতীয় এই সন্ত্রাসী বাহিনীর অত্যাচার, নির্যাতনে অতিষ্ট হয়ে পড়েছেন বলে জানান স্থানীয়রা। তারা পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ নামক উপজাতীয় এই সন্ত্রাসী গোষ্ঠীর দুষ্কর্মের প্রধান অন্তরায় হচ্ছে স্থানীয় কিছু বাঙ্গালী সোর্স। এ অবস্থায় তাইন্দং-তবলছড়ি অঞ্চলের শান্তি-সম্প্রীতি রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি ও সেনাবাহিনীর একটি টিম কাজ করছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। তাদের নজরদারীর বাহিরেও উপজাতীয় সন্ত্রাসীদের অপকর্মের শিকার রমজান আলী’র মতো হাজারও নিরীহ পাহাড়ি-বাঙ্গালী।