• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় নবপদোন্নত এএসআইদের র‍্যাংক ব্যাজ পরানো হয় মেঘনায় সংসদীয় আসন বহাল থাকায় বিএনপির আনন্দ মিছিল কুমিল্লায় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আচরণবিধি সভা আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসিকে হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর তথ্য: প্রতারক গ্রেফতার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন মাতারবাড়ীসহ নতুন তিন থানার প্রস্তাব অনুমোদন তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার মেঘনায় নতুন ভবনে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রম শুরু দাউদকান্দিতে বিএনপির সভায় প্রধান অতিথি তারেক রহমান কুমিল্লা -১ (দাউদকান্দি -মেঘনা) – কুমিল্লা -২ (হোমনা -তিতাস) সংসদীয় আসন বহাল

বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কুড়িগ্রামের উলিপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরবর্তীতে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এতে ওই ছাত্রী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে শনিবার (১৯ জুন) রাতে থানায় মামলা করলে রুবেল ইসলাম বকুল (২৬) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, ওই স্কুলছাত্রী অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত। গত ৭ ফেব্রুয়ারি দুপুরে ওই ছাত্রী বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি মুদির দোকানে সাবান আনতে যায়। এ সময় পথিমধ্যে প্রতিবেশী মোজাম্মেল হকের বাড়ির কাছে পৌঁছালে তার ছেলে রুবেল ইসলাম বকুল বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে হাতে গ্লাস ধরিয়ে দিয়ে টিওবওয়েল থেকে পানি আনতে বলে ফাঁকা ঘরে বসে থাকে।

সরল বিশ্বাসে স্কুলছাত্রী পানির গ্লাস তাকে দেয়ার সময় বকুল তাকে কুপ্রস্তাব দেয়। এতে ছাত্রী রাজি না হলে বকুল তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা কাউকে না জানানোর জন্য বিভিন্নরকম ভয়ভীতি ও হুমকি দেয়। পরবর্তীতে রুবেল ইসলাম বকুল ওই ছাত্রীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

লোকলজ্জার ভয়ে ধর্ষণের বিষয়টি স্কুলছাত্রী গোপন রাখে। বর্তমানে ওই ছাত্রীর চলাফেরা ও শারীরিক গঠন অস্বাভাবিক হলে তার মা ও বাবা তাকে জিজ্ঞাসা করলে সে ধর্ষণের ঘটনা খুলে বলে।

পরিবারের পক্ষ থেকে স্থানীয় এক ডাক্তারের কাছে ওই ছাত্রীকে নিয়ে গেলে তিনি শারীরিক পরীক্ষা করে চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানান। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা শনিবার রাতে ধর্ষণ করার অভিযোগে রুবেল ইসলাম বকুলকে আসামি করে থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করেন।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ধর্ষণের ঘটনায় মামলা হলে পুলিশ অভিযুক্তকে আটক করে রোববার আদালতে প্রেরণ করে।

ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন