July 29, 2025, 4:14 pm
সর্বশেষ:
গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলের রায় বহাল The Guardian of Democracy — Tarique Rahman মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো

সামাজিকভাবে হেয় করায় করোনা আক্রান্ত ব্যক্তির আত্মহত্যা

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সামাজিকভাবে হেয় করায় লজ্জা ও ঘৃণায় করোনায় আক্রান্ত এক গরু ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (২০ জুন) সকাল ১০টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত আবদুর রাজ্জাক (৫০) আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের সাহাজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।

সম্প্রতি তার করোনা শনাক্ত হওয়ায় লজ্জা ও ঘৃণায় আবদুর রাজ্জাক আত্মহত্যা করেন বলে এলাকাবাসী জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন আব্দুর রাজ্জাক। গত ১৬ জুন তার শরীর থেকে নমুনা নেয়া হয়। ওই দিন রাপিট অ্যান্টিজেন টেস্টে তার করোনা শনাক্ত হয়। পরে চিকিৎসকের পরার্মশে বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি।

করোনা শনাক্ত হলে ১৭ জুন তার বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর তার বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন। এতে গ্রামের অন্যান্য মানুষ তাকে কটূক্তি ও সামাজিকভাবে হেয়পতিপন্ন করে। তাকে ও তার পরিবারের কাউকে বাড়ির বাইরে বের হতে দিত না গ্রামের মানুষ। এতে বাড়ির অন্য সদস্যরাও তার প্রতি ক্ষিপ্ত হয়।

আবদুর রাজ্জাকের স্ত্রী ময়না খাতুন বলেন, আজ সকালেও তার কাশির শব্দ শুনতে পাই। পরে খাবার দিতে গিয়ে দেখি ঘরের আড়ায় ফাঁস দিয়ে সে ঝুলছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা