October 29, 2024, 11:15 pm

দেয়ালচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

২৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজশাহী নগরীর সাগরপাড়া বটতলা এলাকায় দেয়ালচাপায় দুখলা বিশ্বাস (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

বুধবার (২৩ জুন) দুপুরে সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক গোদাগাড়ী উপজেলার খয়রাকান্দি গ্রামের বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ করতে গিয়ে পাশের একটি প্রাচীর ভেঙে পড়ে। এসময় দুখলা বিশ্বাসসহ বেশকয়েকজন দেয়ালচাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক দুখলা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমিন বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা