July 26, 2025, 6:38 am
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

ফেনসিডিল সেবন করতে গিয়ে ধরা পড়লো দুই যুবক

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, দিনাজপুর প্রতিনিধি:

খেলনা পিস্তল ও ট্রিগার চাকু নিয়ে ফেনসিডিল সেবন করতে এসে দিনাজপুরের বিরামপুরে পুলিশের হাতে শেখ সাদাব বাবু (২৮) ও নাইমুল হক (২৭) নামে দুই যুবক আটক হয়েছে। এসময় আটক দুই যুবকের দেয়া তথ্য অনুযায়ী ৯ বোতল ভরা এবং এক ব্যাগ ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার কাটলা সীমান্তের হরিহরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক শেখ সাদাব বাবু নীলফামারী জেলার সৈয়দপুর পৌরশহরের পুরাতন বাবুপাড়া মহল্লার ডা. শেখ নবাব আলীর ছেলে এবং নাইমুল হক রংপুর শহরের মুন্সিপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ‘কাটলা সীমান্তের হরিহরপুর গ্রামে মাদক ব্যবসায়ী সাদেক আলীর বাড়িতে প্রকাশ্যে ফেনসিডিল বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। সেখানে রংপুর ও সৈয়দপুর শহর থেকে মাদক নিতে আসা দুই যুবককে আটক করা হয়। পরে পুলিশ আটক দুই যুবকের শরীর তল্লাশি করে পকেটে রাখা খেলনা দুটি পিস্তল ও একটি ট্রিগার চাকু উদ্ধার করেন। মাদক ও খেলনা অস্ত্রসহ আটক ওই যুবদের দেয়া তথ্যে মাদক ব্যবসায়ী সাদেক আলীর বাড়ির পাশে একটি বাঁশঝাড় থেকে ৯ বোতল ফেনসিডিল এবং এক ব্যাগ ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা