July 25, 2025, 12:36 pm
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

কলেজছাত্রীর গোপন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, গ্রেপ্তার ২

০১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় কলেজছাত্রীর গোপন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৫টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকার শেরেকুল প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিক এবং গাবতলী উপজেলার জাহিদুল প্রামাণিকের ছেলে সিরাজুল প্রামাণিক (২০)। এ ঘটনায় বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

র‌্যাব জানায়, ওই কলেজছাত্রীর সঙ্গে সোহান নামের এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে বিভিন্ন সময় প্রলুব্ধ হয়ে প্রেমিকের ইমোতে আপত্তিকর ছবি ও ভিডিওচিত্র পাঠান ওই ছাত্রী। পরে ওই ছবি-ভিডিও ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন সোহান ও তার বন্ধু সিরাজুল।

বিষয়টি মেয়ের বাবা সোহান ও সিরাজুলের অভিভাবকদের জানালে তারা আরো ক্ষিপ্ত হন এবং ছবি-ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখান। পরে ছাত্রী বিষয়টি র‌্যাবকে জানান।

র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, গ্রেপ্তাররা এলাকায় বখাটে বলে পরিচিত এবং তাদের বিরুদ্ধে এলাকার জনসাধারণের অনেক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা