July 25, 2025, 12:20 pm
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

ঘরে ঢুকে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, ২ মাঝি আটক

০১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভোলার মনপুরায় ঘরে ঢুকে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠে দুই মাঝিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোররাত ৩টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মনপুরায় থানায় দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পরে মনপুরা থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দুই মাঝিকে আটক করে।

আটককৃতরা হলেন- মো. আরিফ মাঝি (২৪) ও নাইম মাঝি (২২)। এদের দুইজনের বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সীতাকুন্ড গ্রামে।

জানা যায়, ওই রাতে গৃহবধূর স্বামী বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে বৃহস্পতিবার রাত ৩টায় আরিফ ও নাইম মাঝি ওই গৃহবধূর বাড়িতে ঢুকে পালাক্রমে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে ঘটনাটি জানায়। পরে স্বামীসহ ওই গৃহবধূ মনপুরায় থানায় এসে ঘটনায় জড়িত দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পরে দুপুর ৩ টায় পুলিশ অভিযান চালিয়ে দুই আসামি আরিফ মাঝি ও নাইম মাঝিকে উপজেলার মনপুরা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে আটক করে।

মনপুরা থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা