০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউনের আজ (শুক্রবার) দ্বিতীয় দিন চলছে। লকডাউন বাস্তবায়নে সাপ্তাহিক ছুটির দিনেও সকাল থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকিতে কঠোর অবস্থানে দেখা গেছে পুলিশ-সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দলকে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় উপজেলার বিভিন্ন এলাকায় সবজি ও জরুরি পণ্যের দোকানপাট ছাড়া অন্য দোকানপাট বন্ধ। অন্যদিকে সকাল থেকে তুমুল বৃষ্টিতে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম দেখা গেছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী, ভবেরচর ও বাউশিয়া পাখির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে থানা ও হাইওয়ে পুলিশ।
তবে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভবেরচর বাজরে গিয়ে দেখা যায়, লকডাউন উপেক্ষা করেই খোলা হয়েছে দোকানপাট। লোকজনের ভিড়ও আছে বেশ। তবে অধিকাংশ মানুষের মুখে মাস্ক আছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।