July 26, 2025, 8:32 am
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

ডাকাত ধরতে গিয়ে অস্ত্র-বিস্ফোরক দ্রব্যের সন্ধান

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গহীন পাহাড়ে ডাকাত ধরতে গিয়ে অস্ত্র-গুলি ও ৩ কেজি বিস্ফোরক দ্রব্যের সন্ধান পেয়েছে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সদস্যরা।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া পাহাড়ি এলাকায় ডাকাত ধরার অভিযান চলাকালীন দুটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও তিন কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজিজ আজমেদ রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে রামুর ২ নম্বর গর্জনীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জাকির হোসেনের বাড়ির পশ্চিম পাশে কয়েকজন ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে বিজিবি অভিযানে যায়।

বিজিবির টহল টের পেয়ে দুর্বৃত্তরা কৌশলে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চলাকালীন আকাশমনি গাছের বাগানে দেশীয় তৈরি এলজি বন্দুক একটি, পিস্তল একটি (এলজি), বন্দুকের কার্তুজ তিন রাউন্ড ও তিন কেজি ২০০ গ্রাম দেশীয় বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজিজ আজমেদ বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রামু থানায় হস্তান্তর করার কার্যক্রম চলছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা