০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ ৫ লাখ টাকায় বিক্রি করেছেন “রাজা বাদশাহকে “।কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার ইউনিয়নের জয়পুরে অবস্থিত
জেড এম এগ্রো লিমিটেড এই রাজা বাদশাহ নামক গরুটি লালন পালন করেন। রজা বাদশাহকে একই উপজেলার ভল্লভের কান্দি গ্রামের জালাল হোসেন কোরবানির জন্য গরুটি ক্রয় করেন। জেড এম এগ্রো ফার্মের মালিক মোঃ জাকির হোসেন জানান আমরা রাজা বাদশাহ কে ৫ লক্ষ টাকায় বিক্রি করেছি আমাদের আরও হরেক নামের সুন্দর সুন্দর গরু আছে, কোরবানির জন্য উপজেলা প্রাণী সম্পদ বিভাগে পরামর্শ ক্রমে ১২০ টি গরু প্রস্তুত করেছি। তাই আমাদের গরু গুলো শত ভাগ হালাল। ফার্মের পরিচালক দুলাল মিয়া বলেন যে কেউ কোরবানির জন্য ভালো গরু ক্রয় করতে দিকবিদিক না ঘুরে সাশ্রয় মুল্যে এই ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।