০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি, ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলায় সেনাবাহিনী কর্তৃক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর দুর্যোগ মোকাবেলায় মুন্সীগঞ্জের জেলায় সেনাবাহিনীর কার্যক্রমে গজারিয়া উপজেলায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আজ শুক্রবার সকাল ১১টায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর মাওয়া সেনানিবাসে অবস্থিত ৯৯ কম্পোজিট ব্রিগ্রেডের আয়োজনে এবং ১৯ বীর এর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার ০৯জুলাই গজারিয়ায় দুঃস্থ ও অসহায় ১০ জন
পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ত্রাণ বিতরণের কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আব্দুল্লাহ্ আল মাহিন। সেনাসদস্যের জন্য দৈনিক বরাদ্দকৃত রেশন হতে উক্ত খাদ্য সামগ্রী এর সংকুলান করা হচ্ছে।
এসময় গজারিয়ায় বিভিন্ন অঞ্চলের ১০ জন পরিবারের সদস্যদের মাঝে চাল ৮ কেজি, আটা ৪ কেজি, তাল ১ কেজি,তেল আধা লিটার, চিনি আধা কেজি,সেমাই ১ প্যাকেট আলু ২ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।