July 29, 2025, 4:39 am
সর্বশেষ:
সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলের রায় বহাল The Guardian of Democracy — Tarique Rahman মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে শ্রীঘরে সাবেক প্রেমিক

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রেমিকার বিয়ে ভাঙতে যাওয়া আইয়ুব আলী (২৩) নামে এক যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় তার সঙ্গে থাকা অরেক সহযোগী মানিক হোসেনকেও আটক করা হয়।

শুক্রবার (৯ জুলাই) তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আইয়ুব আলী ও মানিক হোসেনের বাড়ি ঠাকুরগাঁও জেলার উত্তর বঠিনা গ্রামে। তারা একই এলাকার খাদেমুল ইসলাম ও হুমায়ুন কবিরের ছেলে।

জানা যায়, বোদা উপজেলার ঝলশালসিড়ি এলাকার কালিয়াগঞ্জ গ্রামের ফজলার মাস্টারের ছেলে সোহানের সঙ্গে বিয়ের কথা হয় পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও জেলার উত্তর বঠিনা গ্রামের মেয়ে নাজমুনের। বিয়ের দিন শুক্রবার (৯ জুলাই) মেয়ের বাড়ি গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিলো। কিন্তু এ কথা শোনার পরে মেয়ের সাবেক প্রেমিক আইয়ুব আলী তার দলবল নিয়ে ছেলের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার (৮ জুলাই) বিয়ে ভাঙার চেষ্টা করে।

এসময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যায়। সে সময় প্রেমিক ও তার এক সহযোগীকে আটক করেন এলাকাবাসী। তাৎক্ষণিক স্থানীয় জনতা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, এ ব্যাপারে মেয়ের পক্ষ বা অন্য কোনো পক্ষ থেকে মামলা হয়নি। সে কারণে চলমান নিয়ম অনুয়ায়ী তাদের আটক করে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা