১৪ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনায় ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ ইকবাল আলমগীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করে মেঘনা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার বারহাজারী গ্রামের বাবুল মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেন মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ। এসআই আহমেদ মোর্শেদ, এএসআই মোঃ হারুন মিয়া সংগীয় ফোর্সসহ গত রাত ২.০০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার শাহজাহানপুর থানা পুলিশের সহায়তায় ঝিলপাড় মসজিদ এলাকা হইতে তাকে গ্রেপ্তার করে। ওসি আবদুল মজিদ জানান তার বিরুদ্ধে চাঞ্চল্যকর কাশিপুর বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি ও ঢাকা সহ বিভিন্ন এলাকায় ৩ টি ডাকাতি মামলা ও ১টি অস্ত্র মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কোর্টে প্রেরণ করার প্রস্তুতি চলছে।