May 28, 2025, 11:08 pm
সর্বশেষ:
মেঘনা বিএনপি পূর্বের তুলনায় বেশি সু সংগঠিত হওয়ার পূর্বাভাস মেঘনায় জেগেছে ছাত্রদল ৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হোমনায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভার্চুয়াল ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ” বিষয়ক ভার্চ্যুয়াল আলোচনা

২৮ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার, হোমনা : হোমনায় “ইন্টারেক্টিভ ও ইফেকটিভ ক্লাস পরিচালনা, ধারাবাহিক মূল্যায়ণ কাজে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভার্চুয়াল ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ” বিষয়ক আলোচনা ও তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এই কর্মশালার উদ্বোধন করেন।  মঙ্গলবার বেলা দশটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে সরাসরি এই কর্মশালা পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কর্মশালার সমন্বয়ক হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন এবং মূল বক্তব্য উপস্থাপন করেন মাউশির এটুআই প্রোগ্রাম আইসিটি ডিভিশনের মাস্টার ট্রেইনার ও অ্যাম্বাসেডর শিক্ষক গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের ইংরেজির সিনিয়র শিক্ষক ইসমত আরা মমতাজ।
রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট সেসিপের পরীক্ষা ও মূল্যায়ণ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ওবায়দুস সাত্তার, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আইসিটি প্রভাষক সৈয়দ মাহবুব হাসান আমিরী, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের আইসিটির সিনিয়র শিক্ষক মহিম চন্দ বিশ^াস। অতিথি ছিলেন হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, এটুআই আইসিটি ডিভিশনের সহযোগী অধ্যাপক মে. কবীর হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিএম রাকিবুল ইসলাম, কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মজিদ, বগুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, এটুআই আইসিটি ডিভিশনের প্রোগ্রাম অ্যাসিসটেন্ট অভিজিৎ সাহা, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার। হোমনা উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান- স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২৩০ জন শিক্ষক এ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আমিনুল ইসলাম ও নিলখী উচ্চ বিদ্যালয়েল শিক্ষক এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা