July 30, 2025, 5:20 am
সর্বশেষ:
গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলের রায় বহাল The Guardian of Democracy — Tarique Rahman মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো

গজারিয়ায় সিন্ডিকেটের হাতে জিম্মি এম্বুলেন্স সার্ভিস

২৯ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা গজারিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেন্টিকেট দালালদের কারণে গরীবদের দুর্ভাগ্য শেষ নেই। অভিযোগ আছে, তারা বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন।কারো কারো মুখে শোনা যাচ্ছে গজারিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক আশরাফ চাকরি থেকে অবসর এসে এ দালাল সিন্ডিকেট তৈরি করেছে।সরকারি অ্যাম্বুলেন্স নষ্ট বলে বেসরকারি অ্যাম্বুলেন্স পাঠিয়ে বেশি ভাড়া আদায় করে থাকেন।এই আশরাফ কে নাকি অ্যাম্বুলেন্স ভাড়া থেকে কমিশন দেওয়া লাগে।গজারিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা যাওয়ার ভারা হওয়ার কথা ছিল সর্বোচ্চ ১০০০ থেকে ১২০০ টাকা কিন্তু তারা সেই ভারা না নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে তারা ৫০০০ থেকে ৬০০০ টাকা ভাড়া নিচ্ছে। গজারিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্সের লাইন দেখা যায়।হাসপাতালে অ্যাম্বুলেন্স সংকটের সুযোগ নিয়ে রোগীদের জিম্মি করছে এ সিন্ডিকেট। নূন্যতম সুযোগ-সুবিধা নেই এমন পুরনো লক্কর-ঝক্কর মাইক্রোবাস গ্যারেজে মেরামত করে হর্ন লাগিয়ে ও গায়ে ‘অ্যাম্বুলেন্স’-এরস্টিকার মেরে অ্যাম্বুলেন্সে রূপান্তর করা হচ্ছে।হাসপাতালের সামনে রাস্তার ঘেঁষে সারিবদ্ধভাবে ৩ থেকে ৪ টি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে। হাসপাতাল থেকে বের হওয়া রোগীর স্বজনরা এই বাহনগুলোর কাছে আসার আগেই দালাল চক্র ঘিরে ধরে এবং কম টাকায় নিরাপদে পৌঁছানোর কথা বলে। এখানে দালালদের সঙ্গে রোগীর স্বজনদের দর কষাকষি ও ঝগড়া নিত্যদিনের ঘটনা।গজারিয়া উপজেলা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানান এলাকাবাসী  এইসব দালালচক্র দের দ্রুত আইনের আওতায় আনার জন্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা