July 30, 2025, 5:29 am
সর্বশেষ:
৬০ প্রকল্পের শত ঠিকাদার, টাকা তুলে নিয়ে উধাও গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলের রায় বহাল The Guardian of Democracy — Tarique Rahman মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি

লকডাউনের সপ্তম দিনে টাঙ্গাইলে মানুষের অবাধ বিচরণ,স্বাস্থ্যবিধি উপেক্ষিত

২৯ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

 

কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে বৃহস্পতিবার (২৯ জুলাই) টাঙ্গাইলের প্রশাসনের তৎপরতা থাকলেও সর্বত্র বাড়ছে মানুষ অবাধ বিচরণ।শহরের বিভিন্ন স্থানে মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো।এছাড়া মানুষের মধ্যে বিধিনিষেধ মানতে অনীহা লক্ষ্য করা গেছে।

টাঙ্গাইল শহরে মানুষের চলাচল বেড়ে যাওয়ায় আদৌও মনেই হয় না কোন কঠোর লকডাউন ও বিধিনিষেধ চলছে।

কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে সড়কে যানবাহন ও মানুষের চলাচল আগের দিনগুলোর চেয়ে বহুগুণে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আগের দিনের চেয়ে বেশি তৎপর দেখা গেলেও দোকানি, ক্রেতা, পথচারী অনেকেরই মাস্ক মুখে থাকছে না।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কেউ চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছেন, আবার কেউ কাঁচাবাবাজারে ঘোরাঘুরি করে চলে যাচ্ছেন। আবার কেউ অযথা সড়কে, দোকান পারে ভীড় করছেন। আগের দিনের তুলনায় এদিন কাঁচাবাজার, মাছ ও মুদি দোকানে লোকজনের চলাচল বেড়েছে কয়েকগুণ।

টাঙ্গাইলের প্রধান সড়কগুলো ছাড়াও ছোট সড়কগুলোতে মানুষের সঙ্গে যানবাহনের সংখ্যাও অনেক বেশি দেখা যাচ্ছে। শহরের নিরালা মোড় এলাকায় পুলিশ আর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখা গেছে। নানা ছুঁতোয় বের হওয়া মানুষসহ যারা দোকান খুলেছেন, মাস্ক পরে নাই তাদের করা হচ্ছে জরিমানা।

দ্বিতীয় ধাপের কঠোর লকডাউনের সপ্তম দিনেও সরকারী নির্দেশনায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা থাকলেও শহরের প্রতিটি এলাকায় দোকানপাট খোলা ছিল। এছাড়াও নির্দেশ অমান্য করে জেলা শহর ও উপজেলা সদরে ছোট ছোট সকল প্রকারের অনেক যানবাহন বেড়ে যাওয়ায় শহরের রাস্তায় যানবাহনের চলাচল ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা