March 9, 2025, 3:12 pm
সর্বশেষ:
দুই পানি শোধনাগার প্রকল্প ১০ বছর ধরে আটকা, প্রধান উপদেষ্টার বিস্ময় অর্থনৈতিক অঞ্চলে মাসে কোটি টাকা চাঁদা দাবি, কর্মকর্তাকে হত্যার  হুমকির অভিযোগে বৈছাআ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা  মেঘনায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল ছাত্রলীগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সাংবাদিক সাঈদ আহমেদ খানের মায়ের দাফন সম্পন্ন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন সেলিম ভূঁইয়া কুমিল্লায় বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান মেঘনায় বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের আলোচনা সভা আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার নাটক সাজিয়ে অবৈধ বালু উত্তোলন মেঘনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু

১ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, অলিউল্লাহ, রাজশাহী ঃ

 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (১ আগস্ট) সকালে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন মোট ১৮ জন। এদের মধ্যে সংক্রমণে মারা গেছেন ছয়জন ও উপসর্গে ১২ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও সাতজন নারী। তাদের অধিকাংশের বয়স ৩১ থেকে ৬৫ বছরের ভেতর।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন, পাবনার ৩ জন ও কুষ্টিয়ার ১ জন রয়েছেন।

পরিচালক জানান, করোনায় মৃত ৬ জনের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ৩ জন ও পাবনার ১ জন রয়েছেন। অন্যদিকে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন, নওগাঁর ৩ জন, পাবনার ২ জন ও কুষ্টিয়ার ১ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৯৫ এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪১৮ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষায় শনাক্তের বিষয়ে পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৩৫ জনের নমুনা পরীক্ষায় ১২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯১ জনের করোনা পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৭১ শতাংশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা