February 2, 2025, 8:07 am
সর্বশেষ:
মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া কুমিল্লায় চোর ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু টুঙ্গিপাড়ায় সড়কের কাজে ফসলি জমি কেটে বালু ভরাট করায় কৃষি জমির ক্ষতির সত্যতা পেয়েছে দুদক রাজনৈতিক গাণিতিক সূত্র পেয়ে খুশি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কর্মীরা মেঘনায় অবৈধ বালু উত্তোলন ও টপ সয়েল কর্তন প্রতিরোধে বিশেষ সভা সন্তান বাঁচাতে কিডনি দিবেন মা তরুণদের রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা হবে হতাশাজনক: তারেক রহমান স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই চালিয়ে যাব: মাহমুদুর রহমান ‘পাতী নেতা’ও ‘ছারপোকা’ শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না

রাজশাহীতে অবৈধ ক্যাপসুলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

৯ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

অলিউল্লাহ রাজশাহী ঃ রাজশাহীর র‍্যাব -৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট বিকাল সোয়া ৫ টার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকায় অপারেশন পরিচালনা করেন।

অভিযানে,৬১ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট, ৩৬৬ পিচ যৌন উত্তেজক ক্যাপসুল,১ টি বিএমডিসি ভুয়া সার্টিফিকেট যার (রেজিঃ নং-২৬৬৪৭) মূল মালিক ডঃ শামসুন্নাহার ১ টি বিসিএমডিসি ভুয়া সার্টিফিকেট (যার রেজিঃ নং-০০০৫২০১৬), ভিজিটিং কার্ড ১ বক্স,১টি মোবাইল ফোন,১টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ড, প্রেসক্রিপশন প্যাড এবং আসামী১, মোঃ ফজলে রাব্বী @ রাব্বী (২১), পিতা-মোঃ আঃ রাকিব, ২, মোঃ আঃ রাকিব (৫০), পিতা-মৃত আব্দুল জব্বার, উভয় সাং-বিড়ালদহ, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ জনৈক মোঃ আঃ রাকিব তাহার মমতা ফার্মেসীতে নিজে ভুয়া এমবিবিএস ডাক্তার সাজিয়া দীর্ঘদিন যাবৎ সাধারণ লোকজনকে চিকিৎসা প্রদান করে ক্ষতিগ্রস্থ করছে এবং একই স্থানে অন্যান্য মাদক জাতীয় ঔষধ গোপনে এলাকার মাদক সেবীদের মধ্যে বিক্রয় করছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে অভিযান চালানো হয়।
মহাসহড়কের উত্তর পার্শ্বে কলেজ মার্কেটে মমতা ফার্মেসীতে পৌছামাত্রই গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ফজলে রাব্বী @ রাব্বী (২১), ২। মোঃ আঃ রাকিব পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আটক করা হয়। ধৃত ভূয়া ডাক্তার ও মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন চলমান আছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা