৪ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার মেঘনা উপজেলায় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে দুই চোরকে গ্রেফতার ও চুরি হওয়া ভিডিও ক্যামেরা উদ্ধার করা হয় সাংবাদিকদের জানালেন মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ। তিনি আজ শুক্রবার দুপুরে অফিস কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বড় নোয়াগাও গ্রামের মোঃ কামাল মিয়ার ছেলে আশিক (২৩), একই গ্রামের হান্নান সরকারের ছেলে সোহাগ হোসেন মুছা। এজাহার সূত্রে জানা যায় গত ৩০ আগষ্ট গভীর রাতে উপজেলা পরিষদ সিমানা সংলগ্ন মেঘনা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুজ্জামান রনির মালিকানাধীন মাতৃছায়া কম্পিউটার এন্ড ভ্যারাইটিজ স্টোরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয় এতে একটি ডিএস এল আর ক্যামেরা সহ canonVIXIAHFR 10 ভিডিও ক্যামেরা, সিগারেট সহ প্রায় দেড় লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ বিষয়ে মেঘনা থানায় রনি বাদী হয়ে মামলা করলে উপজেলায় পরিষদে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজের জের ধরে চোর শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করেন এবং তাদের দেওয়া তথ্য মতে মামলার ১নং আসামি আশিকের বাড়ির রান্না ঘর থেকে ভিডিও ক্যামেরা এবং হেড ফোন উদ্ধার করে। অফিসার ইনচার্জ আব্দুল মজিদ আরও বলেন মেঘনা কাঠালিয়া নদী বেষ্টিত এই মেঘনা থানা এখন বর্ষাকাল এই মৌসুমে বরাবর ই চোর ডাকাতির উৎপাত বেড়ে যায় তাই সকলে মিলেই কাজ করতে হবে আমি বলবো কোথাও যদি কোন সমস্যা দেখা দেয় মেঘনা বাসী যেন আমাদের জানায় আমরা সবসময় পাশে থাকবো। রামপুর বাজার সহ অন্যান্য জায়গায় ডাকাতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা চেষ্টা চালাচ্ছি তাদের আইনের আওতায় আনার।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।