২৯ সেপ্টেম্বর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,মেঘনা প্রতিনিধি :
মেঘনায় দোকানে চুরি হওয়া দুটি মোবাইল সেট সহ মোঃ আলমগীর (২৪)নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো: আলমগীর উপজেলার চেঙ্গাকান্দি এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১০.০০টায় উপ পরিদর্শক আহমেদ মোর্শেদ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বুধবার ভোর ৩টায় তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন সম্প্রতি বৈদ্যনাথপুর এলাকায় একটি মোবাইলের দোকানে চুরি সংঘটিত হয় এ বিষয়ে অজ্ঞাত আসামি করে মামলা করা হয় এর ভিত্তিতে মো: আলমগীর হোসেন কে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি আলমগীর একজন মাদকসেবি ও পেশাদার চোর।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।