২৪ অক্টোবর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
সোহাগ মজুমদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
কেক কাটা, প্রীতিভোজ, বিশেষ মোনাজাত সহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে পুরো জোন সদরে ছিলো সাজ সাজ রব।
রবিবার দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহর হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত চিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.এস.এম রিদোয়ানুর রহমান।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,লক্ষছড়ি,সিন্দুকছড়ি,যামিনীপাড়া জোন অধিনায়ক সহ মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী সহ সামরিক,বেসামরিক পদস্থ কর্মকর্তা সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।