February 1, 2025, 10:46 pm
সর্বশেষ:
মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া কুমিল্লায় চোর ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু টুঙ্গিপাড়ায় সড়কের কাজে ফসলি জমি কেটে বালু ভরাট করায় কৃষি জমির ক্ষতির সত্যতা পেয়েছে দুদক রাজনৈতিক গাণিতিক সূত্র পেয়ে খুশি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কর্মীরা মেঘনায় অবৈধ বালু উত্তোলন ও টপ সয়েল কর্তন প্রতিরোধে বিশেষ সভা সন্তান বাঁচাতে কিডনি দিবেন মা তরুণদের রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা হবে হতাশাজনক: তারেক রহমান স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই চালিয়ে যাব: মাহমুদুর রহমান ‘পাতী নেতা’ও ‘ছারপোকা’ শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না

স্বতন্ত্র প্রার্থী রাজাকারের নাতি নৌকা প্রার্থীর অভিযোগ

২৭ অক্টোবর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে  স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিউল্লাহ শফি একজন রাজাকারের নাতি গণমাধ্যমকর্মীদের বলেন নৌকা প্রার্থী মাঈনুদ্দিন মুন্সি তপন। তিনি বলেন  আঃ ছামাদ একজন রাজাকার ছিলেন,  তার নাতি শফিউল্লাহ স্বতন্ত্র প্রার্থী হয়েছে, এমনকি তার বাবা আমার সময়ে মোস্তফা মেম্বার  অনিয়মের অভিযোগে জেল খেটেছেন, সেই মামলা এখনো চলছে। শুধু গুটি কয়েক লোক ঢাকা থেকে এসে তাকে সেল্টার দিয়ে প্রার্থী করিয়েছেন। তপন বলেন আমাকে জনগণের কাছ থেকে দূরে রাখার সব রকমের  অপপ্রচার চালাচ্ছেন। জনগণ আমাকে তিনবার চেয়ারম্যান বানিয়েছে এবারো ইনশাআল্লাহ নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করাবে ইনশাআল্লাহ। মাঈনুদ্দিন মুন্সি তপন বলেন এই আমলে ব্রাম্মনচর নোয়াগাও, বালুর চরে ৭ কোটি টাকার কাজ দিয়েছি যা এখনো চলমান, আমার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে ভোটারদের উদ্যেশ্য তিনি বলেন আপনারা কোন গুজবে কান দিবেননা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করবেন জয় ইনশাআল্লাহ সু নিশ্চিত। এদিকে স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিউল্লাহ শফি এই প্রতিবেদককে তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট বলে আখ্যা দেন। তিনি রাজাকারের নাতি কিনা জানতে চাইলে বলেন আমার দাদা এই এলাকার একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন যদি কোথাও নাম থাকে রাজাকারের সাংবাদিকদের মাধ্যমে বলবো প্রমান দিতে,আর বাবার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেই মামলা বিচারাধীন খুব শিগগিরই শেষ হবে আশাবাদী, বিচারাধীন মামলায় জেল খেটেছেন বলে যে ডাহা মিথ্যা তা জনগণের কাছে পরিস্কার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা