July 10, 2025, 5:11 pm
সর্বশেষ:
মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান

শেরপুর আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

২৪ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভার আয়োজন করেন শেরপুর জেলা প্রশাসন। আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুল রেজা বিশ্বাস। শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিষ্টার হারুন অর রশিদ বিপিএম, ময়মনসিংহ বিভাগের বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. মাহমুদুর রহমান পিএসসি, র‌্যাব -১৪ অধিনায়ক উইং কমান্ডার মো. রুকুনুজ্জামান, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, ময়মনসিংহ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

এছাড়াও নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান লেবু, মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসম নুরুল ইসলাম হিরো, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, দেবাশীষ সাহা রায়, দেবাশীষ ভট্রাচার্য বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। আইন শৃঙ্খলা সভায় চেয়ারম্যান প্রার্থীগণ অতিথিদের কাছে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি ভোট কেন্দ্রে মোবাইল টিম বাড়ানো দাবি জানান। সেই সাথে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়। অতিথিগণ বলেন,আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান পালন করবে। কেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবেনা। কেউ যদি এমনটি করার চেষ্টা করেন তাহলে আজকের এ সভা থেকে ভুলে যান। নয়তো ভালো হবেনা। কেন্দ্রে বিশৃঙ্খলা কারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবেনা। সে যে দলেরই হোকনা কেনো। আমাদের দায়িত্ব যেকোন মূল্যে সুস্থ নির্বাচন উপহার দেওয়া। ইতিমধ্যে শেরপুর সদরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তা থেকেই আপানারা উপলব্ধি করলেই বুঝবেন বাকি নির্বাচনগুলি কেমন হবে। আগামী ২৮ নভেম্বর শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসন অবাধ নিরেপক্ষ নির্বাচন উপহার দিতে যা যা করণীয় ইতিমধ্যে তাদেরকে সে নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা