May 25, 2025, 9:14 am
সর্বশেষ:
মেঘনা বিএনপি পূর্বের তুলনায় বেশি সু সংগঠিত হওয়ার পূর্বাভাস মেঘনায় জেগেছে ছাত্রদল ৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

গজারিয়ার বড় রায়পাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা,মরে গেছে ২০ লাখ টাকার মাছ

০৩ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে উপজেলার রায়পাড়া এলাকার মোঃ জিয়া ঢালী ১৫০একর আয়তনের মাছের ঘেরে এ বিষ প্রয়োগ করা হয়। বিষক্রিয়ায় ঘেরে চাষ করা বিপুল পরিমাণ রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও সোয়াল, পাঙগাস মাছ মরে পানির উপরে ভেসে উঠে। ঘেরের এক কর্মচারী বলেন,ফজরের আজানের কিছু আগে টের পেলাম মাছ লাফাচ্ছে। লাইট মেরে দেখি প্রচুর মাছ লাফাচ্ছে।বুঝতে পারলাম মাছের কোনো সমস্যা হয়েছে। সঙ্গে সঙ্গে মালিককে বিষয়টি জানাই।এর কয়েক ঘণ্টার মধ্যেই মাছের লাফালাফি বন্ধ হয়ে যায় এবং সব মাছ মারা যায়। সকাল থেকেই মরা মাছ ভেসে উঠতে থাকে।

স্থানীয় ইউঃপিঃ সদস্য মোঃবিল্লাল হোসেন প্রধান বলেন,গ্রামের ঈদগাঁ,কবরস্থান কমিটি থেকে গত কয়েক বছর যাবৎ লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল জিয়া।এ বছর অনেক টাকা বিনিয়োগ করেছে এবং গত তিন বছর যাবৎ মাছ গুলো বড় করে এবার বিক্রির উপযোগী করছে,কিন্তু দুর্বৃত্তদের দেওয়া বিষে কয়েক ঘণ্টার মধ্যেই সব মাছ মরে গেছে।এই ন্যাক্কার জনক ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। ঘের মালিক মোঃজিয়া ঢালী বলেন, বিষ প্রয়োগ করে মাছ মারায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।আমি এই ঘটনার সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।সেই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত, আমি তাদের বিচার চাই।

এ ঘটনায় মোঃজিয়া ঢালী বাদী হয়ে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃরইছ উদ্দীন জানান,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা