July 9, 2025, 9:51 pm
সর্বশেষ:
মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী

গজারিয়ার বড় রায়পাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা,মরে গেছে ২০ লাখ টাকার মাছ

০৩ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে উপজেলার রায়পাড়া এলাকার মোঃ জিয়া ঢালী ১৫০একর আয়তনের মাছের ঘেরে এ বিষ প্রয়োগ করা হয়। বিষক্রিয়ায় ঘেরে চাষ করা বিপুল পরিমাণ রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও সোয়াল, পাঙগাস মাছ মরে পানির উপরে ভেসে উঠে। ঘেরের এক কর্মচারী বলেন,ফজরের আজানের কিছু আগে টের পেলাম মাছ লাফাচ্ছে। লাইট মেরে দেখি প্রচুর মাছ লাফাচ্ছে।বুঝতে পারলাম মাছের কোনো সমস্যা হয়েছে। সঙ্গে সঙ্গে মালিককে বিষয়টি জানাই।এর কয়েক ঘণ্টার মধ্যেই মাছের লাফালাফি বন্ধ হয়ে যায় এবং সব মাছ মারা যায়। সকাল থেকেই মরা মাছ ভেসে উঠতে থাকে।

স্থানীয় ইউঃপিঃ সদস্য মোঃবিল্লাল হোসেন প্রধান বলেন,গ্রামের ঈদগাঁ,কবরস্থান কমিটি থেকে গত কয়েক বছর যাবৎ লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল জিয়া।এ বছর অনেক টাকা বিনিয়োগ করেছে এবং গত তিন বছর যাবৎ মাছ গুলো বড় করে এবার বিক্রির উপযোগী করছে,কিন্তু দুর্বৃত্তদের দেওয়া বিষে কয়েক ঘণ্টার মধ্যেই সব মাছ মরে গেছে।এই ন্যাক্কার জনক ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। ঘের মালিক মোঃজিয়া ঢালী বলেন, বিষ প্রয়োগ করে মাছ মারায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।আমি এই ঘটনার সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।সেই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত, আমি তাদের বিচার চাই।

এ ঘটনায় মোঃজিয়া ঢালী বাদী হয়ে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃরইছ উদ্দীন জানান,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা