১৪ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ
বাতিঘর আদর্শ পাঠাগারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বাতিঘর আদর্শ পাঠাগারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক আলী রেজা, স্বাগত বক্তব্য রাখেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান সোহাগ, সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মো. খোদাবক্স মাষ্টার।পরে অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করে পাঠাগারের সদস্যবৃন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।