মেঘনায় মায়ের সাথে অভিমান করে  কিশোরের আত্মহত্যা

২ জানুয়ারী ২০২২, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ।    মেঘনায় কেরির বড়ি খেয়ে ওমর ফারুক (১৬) নামের এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার চন্দনপুর ইউনিয়নের বড়সাপমারা গ্রামের খবির হোসেনের ছেলে।  তথ্যটি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ছমিউদ্দিন। পরিবার সূত্রে জানা গেছে আজ রোববার সকালে মায়ের সাথে টাকা নিয়ে অভিমান করে সকলের অজান্তে কেরির বড়ি (কীটনাশক) খায় পরে পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। ওসি বলেন প্রাথমিক সুরতহাল রিপোর্টে কেরির বড়ি খেয়ে মৃত্যু ঘটেছে এমন আলামত পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন পরিবারের পক্ষ থেকে একটি আবেদন করেছে লাশ চেয়ে তবে এখনো সিদ্ধান্ত হয়নি বিষয়টি আমরা দেখছি।