July 9, 2025, 1:47 pm
সর্বশেষ:
মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী

কিশোরকে একাধিকবার বলাৎকার, পুলিশের গাড়িচালক গ্রেপ্তার

  ১৫এপ্রিল ২০২২,বিন্দুবাংলা টিভি. কম,ফেনী প্রতিনিধি:ফেনীতে অবৈধ মালামাল বহন করার অজুহাত দেখিয়ে এক কিশোরকে একাধিকবার বলাৎকারের অভিযোগে ফেনী মডেল থানার পুলিশের এক গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. ইউনুস। বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর রাতে বরখাস্ত করা হয়।

মামলার বিবরণ ও ভুক্তভোগীর মায়ের অভিযোগ থেকে জানা যায়, ছেলেটি শহরের একটি দোকানে চাকরি করে। সে গত ২৩ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে রামপুরে তার বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় মহিপাল ফ্লাইওভারের নিচে পৌঁছালে ওই কিশোরের কাছে অবৈধ মালামাল আছে এমন অজুহাতে তাকে আটক করে এবং একই এলাকার নাইট হোল্ড নামে একটি হোটেলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে।

এরপর ২৪ ডিসেম্বর নির্জন স্থানে নিয়ে থানার গাড়িতে বলাৎকার করে এবং চলতি বছরের ৫ মার্চ অভিযুক্ত পুলিশ সদস্য মো. ইউনুস ফের নতুন একটি মোবাইল সেট উপহার দেওয়ার লোভ দেখিয়ে তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে নিয়ে যায়। সেখানে বাড়ির একটি কক্ষে তাকে একাধিকবার বলাৎকার করে। পরে কিশোরটি উপহারের সেই মোবাইল সেট অন্যত্র বিক্রি করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গাড়িচালক পুলিশ সদস্য মো. ইউনুস মোবাইল সেটটি চুরি হয়েছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে মোবাইল সেটটি পুলিশ উদ্ধার করলে কিশোরের মা ঘটনার বিস্তারিত জানতে পারেন এবং এ বিষয়ে ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে থানায় মামলা করেন।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ঘটনায় তদন্তপূর্বক সত্যতা পেয়ে আসামি ইউনুসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা