১৫ এপ্রিল ২০২২,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি: বর্তমান সরকার দেশের বিভিন্ন স্থানে মডেল মসজিদ স্থাপন করেছেন বললেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।
আজ শুক্রবার গজারিয়ার পুরান বাউশিয়াতে বিশিষ্ট ব্যবসায়ী মোঃআমিনুর রহমান(হারুন শিকদার)এর আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিলে তিনি এ কথা বলেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শীলু রায়,অতিঃপুলিশ সুপার মিনহাজ উদ্দীন,উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরী,গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সৈয়দা ইয়াছমিন সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ইফতার পূর্ব দোয়ার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন পুরান বাউশিয়া হাফিজিয়া নুরানী মাদ্রাসার পিন্সিপাল মাওলানা মোস্তাক আহম্মেদ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।