December 18, 2024, 8:30 am
সর্বশেষ:
মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ! মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

বেড়া-কচুরিপানায় মেঘনার নলচরের ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা : প্রশাসন জানেনা

১৪ জুলাই ২০২২ইং বিন্দুবাংলা টিভি. কম,

মেঘনা প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় স্বেচ্ছাশ্রম নিজেদের অর্থায়নে  বাশ, বেড়া, কচুরিপানা, গাছের ডাল পালা দিয়ে খরস্রোতা মেঘনা নদীর ভাঙ্গন রোধে চেষ্টা চালাচ্ছেন নলচর বাসী ।ভাঙ্গনের খবর জানেনা স্থানীয় প্রশাসন।  মেঘনা নদী তীর বর্তী   চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রাম। নদীর পানি বাড়ার সাথে সাথে স্রোতের গতিবেগ দিন দিন বেড়েই চলছে। সপ্তাহ খানেক যাবত গ্রামে ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন প্রতিরোধে নির্মিত গাইড ওয়ালটি দুদিন আগেই ধসে পড়েছে। স্রোত আর ঢেউয়ের তালে ভেঙ্গে যাওয়ার পথে বসত বাড়ি। গত সোমবার একই গ্রামের যুবক আতাউর রহমান তাঁর আইডি থেকে  ভাঙ্গনের ভিডিও সহ গ্রামবাসী সহ স্বজনদের নিকট অর্থ সহায়তা চেয়ে পোষ্ট করলে দেশ এবং প্রবাস থেকে অর্থ জোগান দেন সে অর্থ দিয়ে গ্রামের যুবকরা বাশ, বেড়া, ক্রয় করে কচুরিপানা দিয়ে খরস্রোতা মেঘনা নদীর ভাঙ্গনের কবল থেকে বাচার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে সপ্তাহ যাবত ভাঙ্গন শুরু হলেও ঘুম ভাঙ্গেনি প্রশাসনের। স্থানীয়দের সাথে কথা বললে  জানায় দিন দিন স্রোত বেড়ে চলছে এই বেড়াতে ভাঙ্গন প্রতিরোধ সম্ভব না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ভাঙ্গনের খবর টি এই মাত্র আপনার কাছ থেকে শুনলাম স্থানীয় জনপ্রতিনিধি কেউ জানায়নি এখন যেহেতু জেনেছি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি দেখভাল করব।উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন ভাঙ্গন শুরু হয়েছে  নাকি? ভাঙ্গন শুরু হলে আমরা ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা