March 3, 2025, 10:11 pm
সর্বশেষ:
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন সেলিম ভূঁইয়া কুমিল্লায় বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান মেঘনায় বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের আলোচনা সভা আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার নাটক সাজিয়ে অবৈধ বালু উত্তোলন মেঘনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত লাকসাম যাওয়ার পথে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া মেঘনায় এসিল্যান্ডসহ কর্মকর্তাহীন একাধিক দপ্তর, সেবাবঞ্চিত নাগরিকরা ডিসিদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার নির্দেশ হাসিনা এখনো ক্ষমতায় থাকলে আমাদের ফাঁসি দিয়ে দিত : রুহুল কবির রিজভী  আজ মেঘনা উপজেলা বিএনপির কাউন্সিল, প্রধান অতিথি রিজভী

মেঘনায় পাকা ঘাটলা ধস : বালু উত্তোলনেই ধসে পরেছে বললেন প্রকৌশলী  

১২ আগষ্ট ২০২০,বিন্দুবাংলা টিভি ডটকম,

নিজস্ব প্রতিবেদক।।

মেঘনা উপজেলায় জনতার ভারে পাকা ঘাটলা ধসে পরার কারন নদী থেকে বালু উত্তোলন জানালেন উপজেলা প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ।
ধসে পরা পাকা ঘাটলা টি ২০১৫ সালে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের  রামপ্রসাদের চর গ্রামের পূর্ব পাশে নির্মাণ করা হয়। এই ঘাট দিয়ে গ্রামের শিক্ষার্থী সহ  বাসিন্দারা ট্রলার দিয়ে বিভিন্ন অঞ্চলে নৌপথে যাতায়াত করে এবং নারী পুরুষরা নদীতে গোসল করে ফলে ঘাটলা টি এই গ্রামের বাসিন্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  মাহমুদুল আশরাফ  এই প্রতিবেদককে বলেন  নদী থেকে  বালু উত্তোলন হয়েছে ফলে ঘাটলা সহ ঘর বাড়িও ধসে পরছে শুনলাম। প্রকৌশলী বলেন ২০১৫ সালে পাকা ঘাটলা টি তৈরি করা হয়েছে। কোন ঠিকাদারি প্রতিষ্ঠান করেছে এবং প্রাক্কালিত ব্যয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি এখন বলা সম্ভবনা । ঠিকাদারি প্রতিষ্ঠান মালিকের নাম ঠিকানা জানতে না পারায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রামপ্রসাদের চর গ্রামের আস্কর আলী মেম্বার (সাবেক) বলেন সম্প্রতি গ্রামে মারামারি হয় আহতদের হাসপাতালে নিতে হুড়োহুড়ি করে ঘাটলায় উঠলে এটি ধসে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একই গ্রামের বাসিন্দারা বলেন খুবই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরির ফলে এত দ্রুত ধসে পরে। একই গ্রামের বাসিন্দা আ: সালাম বলেন মানুষের ভারে ঘাটলা টি ধসে যায় শুনেছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা