October 30, 2024, 7:50 pm

মেঘনায় বিদ্যালয়ের নিরুত্তাপ ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১নারী সহ ৬ জন

১৩ সেপ্টেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,

নিজস্ব প্রতিবেদক।।

 মেঘনায় মানিকার চর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নিরুত্তাপ  নির্বাচনে   ৫ জন পুরুষ, এবং ১ জন নারী  মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার মনোনয়ন ফরম জমার  শেষ দিনে প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তবে কারা কারা জমা দিয়েছেন নাম বলতে রাজি হননি প্রধান শিক্ষক।  উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত   হওয়ায় অভিভাবক ও সাধারণ জনতার মধ্যে নির্বাচন নিয়ে বরাবরের মতোই উৎসাহ  থাকার কথা থাকলেও এবার তেমন একটা চোখে পড়েনি। গত ৬ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার খবরটিও জানেনা অভিভাবক সহ সাধারণ মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অভিভাবক এই প্রতিবেদককে এমন কথাই বলেছেন। অভিযোগের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক বলেন নিয়ম অনুযায়ী নির্বাচনের তফসিল নোটিশ বোর্ডে টানানো হয়েছে এবং শিক্ষার্থীদের নির্বাচনের বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। গোলাম ফারুক বলেন আগামীকাল আমি ফরম খুলে নাম প্রকাশ করবো। বিদ্যালয় সূত্রে জানা যায় মোট ভোটার সংখ্যা ৮৫৭ জন  ১৪ সেপ্টেম্বর বাছাইর শেষ দিন, ১৭ সেপ্টেম্বর প্রত্যাহারের শেষ দিনএবং  আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।  সরেজমিনে জানা যায় প্রভাবশালী মহল নির্বাচনে বিশেষ একটি শ্রেনী কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য দায়সারাভাবে প্রচারণা বিমূখ নির্বাচনী তফসিল ঘোষণা সহ কার্যক্রম পরিচালনা করে আসছেন কর্তৃপক্ষ। নারী অভিভাবক সদস্য ১ জনের অনুকূলে ১জনই মনোনয়ন ফরম জমা দিয়েছেন এই খবরে অভিযোগের  সন্ধেহের মাত্রা  বেড়ে যায়। মানিকার চর বাজার সংলগ্ন  বিদ্যালয় টি হওয়ায় বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী হীন নির্বাচন হবে মর্মে  গুঞ্জন শুনা যাচ্ছে। এদিকে পুরুষ অভিভাবক সদস্য ৪ জনের অনুকূলে ৫ জন জমা দিয়েছেন এ নিয়েও চলছে অভিভাবক ও সাধারণ জনতার মধ্যে  চাপা ক্ষোভ ও গুঞ্জন। স্থানীয় সচেতন মহল  বলেন নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আর ৪ জনের অনুকূলে ৫ জন এই একজন আলোচনা স্বাপেক্ষেই হয়েছে যে কোন সময় হয় ফরম বাদ বা প্রত্যাহার করে নিতে পারেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন নির্বাচন নিয়ে অভিযোগ উঠেছে এমন খবর এই মাত্র শুনলাম বিষয় টি দেখবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা