মোঃ মাহমুদুল হাসান বিপ্লব সিকদার :
কুমিল্লার মেঘনা উপজেলায় ৪০ কেজি গাজা সহ ৩ যুবককে গ্রেপ্তার ও একটি গাজাবাহী পিক আপ জব্দ করেছেন মেঘনা থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বি আর টিসির মোড় থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ ছমিউদ্দিন।
আসামীরা হলেন রংপুর জেলার মিঠা পুকুর উপজেলার বালার হাট এলাকার মোশাররফের ছেলে হাসান (২৩), ঢাকা জেলার সাভার থানার কলমা এলাকার (ভাড়াটিয়া বাসিন্দা) ইবাদতের ছেলে মন্টু(২৬),ঝিনাদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার প্রতাপপুর এলাকার জিগির আলীর ছেলে তানভীর (২৮)। থানা সূত্রে জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে বি – বাড়িয়া জেলার কসবা উপজেলা থেকে ছেড়ে আসা বিপুল পরিমাণ গাজা নিয়ে মেঘনা উপজেলা হয়ে পাচার করা হচ্ছে সংবাদ পেয়ে থানার উপ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার বি আর টিসি মোড় থেকে পিকআপ ভ্যান, দুটি গাজার বস্তা সহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন যথাযথ আইন অনুযায়ী মামলা রুজু করার পর গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।