মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় পৃথক অভিযানে ৯০ টি ইয়াবা বড়ি সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ছমিউদ্দিন রোববার বিকেলে তথ্য টি নিশ্চিত করেছেন। ওসি জানায় শনিবার উপ পরিদর্শক উজ্জ্বল চন্দ্র সূত্রধর সংগীয় ফোর্সের সহায়তা ৪০ টি ইয়াবা বড়ি মোঃ ইছমাইল(৩৫)কে উপজেলার মানিকার চর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় অভিযান পরিচালনা গ্রেপ্তার করেছেন। অপরদিকে উপ পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন সংগীয় ফোর্সের সহায়তা ৫০ টি ইয়াবা বড়ি সহ শেখ রমজান আলী (৬১), কে একই এলাকা থেকে গ্রেপ্তার করেছেন। পিতা-মৃত গোলাম মাওলা, গ্রাম-চেঙ্গাকান্দি, থানা- মেঘনা, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওসি আরও জানান আসামীদের আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন, আসামী শেখ রমজান আলী (৬১)’র বিরুদ্ধে ১১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।