August 1, 2025, 9:46 pm
সর্বশেষ:
মেঘনায় এলজিইডির উদ্যোগে ৯টি নতুন ব্রীজ ও ৩৪ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প সয়েল টেস্ট সম্পন্ন, দ্রুত শুরু হচ্ছে নির্মাণ কাজ ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ৬০ প্রকল্পের শত ঠিকাদার, টাকা তুলে নিয়ে উধাও গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলের রায় বহাল The Guardian of Democracy — Tarique Rahman মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি

মেঘনায় মাওশিশু স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক

২০ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

মেঘনা প্রতিনিধি।। 

গত ১৯ ডিসেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার টিটিরচর গ্রামে পুষ্টি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসেবা সম্পর্কে গ্রামের নারীদের ধারণা দিতে ‘মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা’ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী, মেঘনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী দিলারা শিরিন। তিনি বলেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে লোকবল–সংকটের কারণে এলাকার লোকজনকে সব সময় প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হয় না। সে কারণে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা মাঠপর্যায়ে মানুষকে সচেতন করার কাজ করছেন। তাঁরা সপ্তাহে কয়েকশ পরিবারকে স্বাস্থ্যসেবা বিষয়ে পরামর্শ দিচ্ছেন। এই কার্যক্রমের সঙ্গে যুক্ত পরিবার কল্যাণ সহকারীরা জানান, স্বাস্থ্য শিক্ষা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, মাতৃস্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব, খাদ্য ও পুষ্টি বিষয়ে সঠিক জ্ঞান, ভিটামিন-এ ও টিকার প্রয়োজনীয়তা (ইপিআই), নিরাপদ পানির ব্যবহার, এইডস ও যক্ষ্মা রোগের লক্ষণ, শিশুকে বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব এবং কৃমির সংক্রমণ সম্পর্কে এসব বৈঠকে আলোচনা করা হয়। এ ছাড়া সাধারণ সর্দি, জ্বর ও ডায়রিয়া প্রতিরোধের উপায় সম্পর্কেও ধারণা দেওয়া হয় গ্রামের নারীদের। এ ধরনের কার্যক্রমের ফলে স্বাস্থ্যকেন্দ্রগুলোর ওপর রোগীর চাপ কমবে বলে তাঁরা জানান।

উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে এবং এ.এফপিআই জনাব টিএসকে লিটনের ব্যবস্থাপনায় অন্যান্য সেবাদানকয়ারীদের মধ্যে উপস্তিত ছিলেন এফডব্লিউএ পাপিয়া আক্তার, পরিবার কল্যান সহকারী, পেইড পিয়ার ভলান্টিয়ার মৌসুমী আক্তার এবং রোজিনা আক্তারসহ এলাকার সেবাগ্রহীতাগণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা