২৮ জুন ২০২৩ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।।
মেঘনাবাসী সহ দেশবাসীকে সিকদার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মো.মাহবুব রহমান (মঞ্জু) সিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আজ বিন্দুবাংলা টিভি ডটকম এর মাধ্যমে এ শুভেচ্ছা জানান। মঞ্জু সিকদার বলেন সুপ্রিয় এলাকাবাসী ও বিদেশে অবস্থানরত ভাই ও বন্ধুগন,আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মো.মাহবুব রহমান (মঞ্জু) সিকদার আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা।ঈদ আমাদের সবার জন্যেই নিয়ে আসুক অনাবিল সুখ-শান্তি ও আনন্দ-এ প্রত্যাশাই করি।মো: মাহবুব রহমান সিকদার (মঞ্জু)- মিথিলা এয়ার ইন্টারন্যাশনাল – আর এল ১২১১
, সিকদার এয়ার ইন্টারন্যাশনাল,
, সিকদার ইম্পেক্স সলিউশন এর মালিক এবং
সি,ই,ও আমল আলওয়াদ রিকুইপমেন্ট – আর এল ২০৫৪,মনোয়ারা এন্টারপ্রাইজ ওয়ালটন, মেঘনা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।