November 1, 2024, 12:21 am

মেঘনায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

১৫ আগষ্ট ২০২৩ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, কুমিল্লা -২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী সহ ৮ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পৃথক ভাবে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত (১৫ আগষ্ট, ২০২৩) মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলাম।

 

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ অন্যরা। অনুষ্ঠানে দোয়া মাহ্ফিল ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বড়কান্দা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, কুমিল্লা -২ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম, হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। কুমিল্লা -২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী উপজেলার বিভিন্ন স্থানে কাঙ্গালিভোজে অংশগ্রহণ করে, মানিকার চর, ভাওরখোলা ও লুটের চর ইউনিয়নে আলোচনা সভায় বক্তব্য রাখে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, তাজুল ইসলাম তাজ, আলমগীর রহমান, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে শফিকুল আলম হোমনা উপজেলার বিভিন্ন স্থানে কাঙ্গালি ভোজ সহ আলোচনা সভায় বক্তব্য রাখেন এ সময় হোমনা -মেঘনা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা