২১ আগষ্ট ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,
নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে সৌদি আরব ও যুক্তরাজ্যের প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
সোমবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এনআইডি মহাপরিচালক (গ্রেড-১) এ কে এম হুমায়ুন কবীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।ইসি সচিব জাহাংগীর আলম বলেন, প্রবাসী নাগরিকদের এনআইডি দেওয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাজ্য ও সৌদি আরবে এটা নিয়ে কাজ শুরু হবে। প্রবাসের দুটি দেশের কাজ ভোটের আগে হবে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিষ্পত্তির বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা বা নীতিমালা কি হবে, সে বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।