November 23, 2024, 10:23 pm

চমেক হাসপাতালে ছদ্ধবেশে দুদকের অভিযান , দুই কর্মচারীকে ঘুষগ্রহণের অভিযোগে চাকুরি চ্যুত

বিপ্লব সিকদার।। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্ধবেশে দুদকের অভিযান পরিচালনা করেছে। অভিযানে আউটসোর্সিংএ নিয়োগ প্রাপ্ত দুই কর্মচারীকে ঘুষসহ আটক করে পরিচালকের নিকট সোপর্দ করা হলে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুইজন কর্মচারীকে চাকুরি হতে বরখাস্ত করেন। ১৪ নভেম্বর দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে একটি এনফোর্স মেন্ট টিম এ অভিযান পরিচালনা করেছেন। আজ দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া সংস্থাটি ১২ টি অভিযোগের বিষয়ে ৯টি অভিযান ৩টি দপ্তরে পত্র প্রেরণ পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্র জানায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকিটের নির্ধারিত মূল্যের অতিরিক্ত আদায়, রোগীদের ওয়ার্ডে নিয়ে যেতে হুইল চেয়ার ব্যবহার ও পরীক্ষা-নিরীক্ষা করাতে ঘুস দাবিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, চট্টগ্রাম-১ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টীমের সদস্যগণ রোগী,সেবাগ্রহীতার ছদ্মবেশে জরুরী বিভাগ, মেডিসিন ওয়ার্ড, গাইনি ওয়ার্ড সহ অপরাপর ওয়ার্ড সমূহে অবস্থান করেন। আনসার, আউটসোর্সিং ও স্পেশাল ভিত্তিতে নিয়োজিত কর্মচারীগণ পরস্পর যোগসাজশে জরুরি বিভাগের মূল ফটকে সংকটাপন্ন রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে হুইল চেয়ার ও ট্রলির কৃত্রিম সংকটের মাধ্যমে কৌশলে টাকা আদায় করে। এসময় আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত দুইজন কর্মচারীকে ঘুষসহ হাতেনাতে ধরে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট সোপর্দ করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুইজন কর্মচারীকে চাকুরি হতে বরখাস্ত করেন। সম্পাদনা নাজমা আক্তার

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা