• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

মেঘনায় জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের মানিকারচর গ্রামের ওয়ার্ড মেম্বার শিমু আক্তারের স্বামী হেলাল উদ্দিন ওরফে হেলাইন্না নামের এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার ১৩ই ডিসেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ‘মানিকারচর সাহেরা লতিফ বালিকা উচ্চ বিদ্যালয়’র ঠিক পেছন থেকে মানিকারচর গ্রামের মাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ করতে দেখা যায়। যা জোরপূর্বক অন্যের জমির উপর দিয়ে রাস্তাটি নেওয়া হয়েছে।

ভুক্তভোগী মো. জাকির হোসেন আমাদের এই সংবাদকর্মীকে জানান, এই রাস্তাটি ঘেঁষে আমার বসতভিটায় একটি একতলা ভবনের দালান রয়েছে। সকাল ১১টার দিকে ওই গ্রামের আব্দুর রহমান এর ছেলে হেলাল উদ্দিন আমাদের অনুমতি না নিয়ে ভেকু দিয়ে পাকা দালানের একপাশের অনেকটুকু অংশ ভেঙে ফেলে এবং বেআইনিভাবে আমার বসতবাড়ির প্রায় দুই ফুট জায়গা ভেকু দিয়ে গাছপালা সহ গুড়িয়ে দেয়। আমি তাকে বাধা দিতে গেলে সে বলে সরকারি রাস্তা মেরামত করছে।

এব্যাপারে হেলাল উদ্দিনের কাছে বক্তব্য নিতে গেলে তিনি বক্তব্য না দিয়ে বলেন, আমার স্ত্রী মেম্বার। আমি চেয়ারম্যানের অনুমতি নিয়ে এই রাস্তাটি করেছি। বাকি কথা না বলে একপর্যায়ে বক্তব্য এড়াতে মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনকে কল দিয়ে আমাদের এই সংবাদকর্মীকে মুঠোফোনে ধরিয়ে দেন। তিনি প্রশাসনের অনুমতি না নিয়ে হেলাল উদ্দিনকে বেআইনিভাবে এই রাস্তা নির্মানের নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একটা লিখিত অভিযোগ দিন। আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন