July 7, 2025, 5:07 am
সর্বশেষ:
জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী নৌকার পক্ষে প্রচারণায় বিএনপি নেতার ভিডিও ভাইরাল : বিব্রত মেঘনা বিএনপি জুলাইয়ে গণতন্ত্রের ডাক, এখন কেন ‘মার্কা’ তান্ত্রিক পদ্ধতির খোঁজ? মেঘনায় মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া পরিচয়ে চাকরি? আইনের পথেই হোক সমাধান সন্ধিক্ষণে মেঘনা উপজেলার রাজনীতি — সংকট, সম্ভাবনা ও আগামী পথচলা বুদ্ধিবৃত্তিক ও সংস্কৃতির আন্দোলন ছাড়া সমাজের বিপর্যয় ঠেকানো সম্ভব নয়

ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

বিপ্লব সিকদার।।

ঠিকাদারের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলায় “অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ” প্রকল্পের আওতায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার (১৪ জানুয়ারি) ঝিনাইদহ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়।দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন । দুদক সূত্রে জানা যায় ঠিকাদারের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলায় “অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ” প্রকল্পের আওতায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে দুদক জেলা কার্যালয়, ঝিনাইদহ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।পরিদর্শনকালে জানা যায় মোট ৭৯টি বীর নিবাস নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে অকিছু নিবাস নির্মাণাধীন, কিছু হস্তান্তর করা হয়েছে এবং কিছু এখনো হস্তান্তরের প্রক্রিয়াধীন আছে। পরিদর্শনকালে অভিযোগে বর্ণিত ০৬টি বীর নিবাসের মধ্যে ০৫টি বীরনিবাসে প্রাক্কলন অনুযায়ী জানালায় ব্যবহৃত গ্রিলের থিকনেস কম পাওয়া যায়। এছাড়াও ০২টি ঘরের প্লাস্টার খসে পড়া ও ০১টি ঘরের ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ার অভিযোগ পাওয়া যায়।
সার্বিকভাবে, অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা