November 23, 2024, 8:22 pm

অবৈধ সম্পদ অর্জনে সাবেক পৌর মেয়র দম্পতির বিরুদ্ধে মামলা

বিপ্লব সিকদার :

২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে নারায়ণগঞ্জের তারাব সাবেক পৌর মেয়র দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মাজেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। উভয় মামলায় আসামি করা হয়েছে সাবেক মেয়র মাহবুবুর রহমান খান ও তার স্ত্রী মহিমা রহমানকে। দুদকের ২০০৪ এর ২৭ (১) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। প্রথম মামলায় মাহবুবুর রহমানের বিরুদ্ধে ১৩ কোটি ৬৭ লাখ ৪১ হাজার ১১১ টাকা স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধ উপায়ে অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলায় তার স্ত্রী মহিমা রহমানের বিরুদ্ধে ছয় কোটি ৬৮ লাখ চার হাজার ৩৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদক সূত্র জানায়, মাহবুব রহমান বর্তমানে মাহবুবু স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান। দুদকের কাছে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি মোট ১৪ কোটি তিন লাখ ৬৩ হাজার ৭৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। এর মধ্যে এক কোটি ৫১ লাখ ৭১ হাজার ৬৮৫ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেলেও বাকি টাকার বৈধ উৎস পায়নি দুদক। অন্যদিকে তার স্ত্রী মিসেস মহিমা রহমান গৃহিণী হলেও ছয় কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন এমন প্রমাণ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। এই সম্পদ তিনি তার স্বামীর অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে গড়েছেন। সেই কারণে তাকেও সহযোগী আসামি করা হয়েছে। এজাহারে আরও জানায় তদন্তে যদি আরও কেউ জড়িত থাকে তাকেও মামলার আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা