• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করার নৈতিক ভিত্তি নেই : নাজমুল হাসান মেঘনা উপজেলা বিএনপির চার দিনের কর্মসূচি ঘোষণা মেঘনায় চার নারী পেলেন ‘অদম্য নারী’ পুরস্কার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে প্রশাসনের মানববন্ধন চতুর্মুখী স্বরযন্ত্রে বিপর্যস্ত মেঘনা বিএনপি দাউদকান্দি বাজার বড় মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা মেঘনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা রোববার লন্ডনে যেতে পারেন খালেদা জিয়া বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে যাবেন জুবাইদা রহমান

সামাজিক অনুষ্ঠানে ভর করে চলছে প্রার্থীদের গণসংযোগ

নিজস্ব সংবাদ দাতা / ৬৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই উপজেলা পরিষদ নির্বাচন করার কথা বলেছেন নির্বাচন কমিশন। যদিও তারিখ নির্ধারণ করা হয়নি। তবে কমিশন সম্ভাব্য সময় উল্লেখ করে বলেছেন আগামী এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে’র প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন শেষ করবে।ফলে সম্ভাব্য প্রার্থীরা বাংলাদেশের বিভিন্ন উপজেলার পাশাপাশি কুমিল্লার মেঘনা উপজেলায় গণসংযোগ শুরু করেছেন। অন্যদিকে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে প্রতীক না রাখার কথা বলায় প্রার্থীর সংখ্যা বাড়ার সম্ভাবনা। সরকারের বাহিরে থাকা বিএনপি নির্বাচনে আসবে কিনা তা এখনো সন্ধিহান। সব মিলিয়ে সকল দলের প্রার্থীদেরই গণসংযোগ করছেন। বিশেষ সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানেই ভর করেছে নেতারা। মাঠ ঘুরে দেখা যায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান তিন পদেই একাধিক প্রার্থীর আভাস পাওয়া যাচ্ছে। তবে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ঘাপটি মেরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছেন। উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, উপজেলা বিএনপির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনীর কথাও কেউ কেউ বলছেন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান সহ বেশ কিছু নাম শুনা যাচ্ছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান দিলারা শিরিন, সমাজ সেবক, নারী নেত্রী নাসরিন সুলতানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, দেলোয়ার হোসেনের সহধর্মিণী ও মানিকার চর ইউনিয়ন থেকে শিমু সহ বেশ কিছু প্রার্থীর আনাগোনা শোনা যাচ্ছে। বিশেষ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা মাঠ চষে বেরাচ্ছেন। ওয়াজ মাহফিল, বাউলগানের আসর, ফুটবল, কুস্তি, খেলা,সামাজিক অনুষ্ঠানে দাওয়াতের মধ্যে দিয়ে গণসংযোগ করছেন। প্রার্থীতার বার্তা দিচ্ছেন। একাধিক মানুষের সাথে যোগাযোগ করে জানা যায় উপজেলা পরিষদ নির্বাচনে অনেক টাকার ছড়াছড়ি সহ এক প্রার্থীই কৌশলগত কারণে হেভিওয়েট ডামি প্রার্থী দিবে স্ব অর্থায়নে। বর্তমান ভাইস চেয়ারম্যান মিলন সরকার তার সমর্থকেরা দাবি করে বলেন তিনি উপজেলা নির্বাচন করবে। অন্যদিকে দায়িত্বশীল রাজনীতিকরা বলছেন না। কারন ভাইস চেয়ারম্যান পদে অনেক প্রার্থী হওয়ার সম্ভাবনা সেই ক্ষেত্রে যত প্রার্থী হবে তত মিলন সরকারের ভাইস চেয়ারম্যান নির্বাচন সহজ হবে। স্থানীয় অটো রিক্সা, সিএনজি, সহ পরিবহন সেক্টরে একটা রিজার্ভ ভোট মিলন সরকার পন্থী। দিন দিন উত্তেজনা বাড়ছে। সম্প্রতি এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সচেতন মহল মনে করে পূর্ব শত্রুতার পাশাপাশি উপজেলা নির্বাচনে আধিপত্য বিস্তারের মেরুকরণের অংশ হিসেবে পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটেছে। সাধারণ জনগণের মধ্যে নির্বাচন নিয়ে তেমন কোন ঝর এখনো ওঠেনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন