November 23, 2024, 6:18 pm

রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার

 

বিপ্লব সিকদার :

রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন( দুদক)।
পটুয়াখালীতে বিভিন্ন রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারপূর্বক অর্থ আত্মসাতের অভিযোগের
প্রেক্ষিতে পটুয়াখালী দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টিম এ সত্যতা পেয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় অভিযোগে বর্ণিত প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেছে । পরবর্তীতে পটুয়াখালী পৌরসভা হতে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সরেজমিন পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ করা হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা