May 22, 2025, 4:03 pm
সর্বশেষ:
৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম একটি বিশেষ পথচলার নাম অটিজম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব

মেঘনায় প্রথমবারেরমত উফশী আউশধানের বীজ বিতরণ

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় এই প্রথম খরিপ-১/২০২৪-২০২৫ মৌসুমে উফশী আউশধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিকল্পে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেঘনার আয়োজনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রণোদনা কমিটির সভাপতি মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এ উদ্বোধন করেছেন ।

প্রণোদনা কমিটির সদস্য সচিব ও মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলমের ব্যবস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা সমীর কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজ আহমেদ মৃধা ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মুশিকুর রহমান শিকদার প্রমুখ।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম বলেন, এই উপজেলায় পূর্বে উফশী আউশধানের প্রণোদনা ছিলো না। আমরা এই প্রথম আউশধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকার ভোগী দুই শত কৃষকদের মাঝে প্রণোদনার ব্যবস্থা করেছি। প্রত্যেকে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি করে ধান বীজ পাবে এবং ইতিমধ্যে উদ্বোধনের পর পর অনেককেই দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা