October 18, 2024, 4:49 am
সর্বশেষ:
মেঘনায় টিসিবির পন্য ক্রয় করতে এসে পদদলিত হয়ে বাড়ি ফিরলেন নারী স্টেশন পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা চাইলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মেঘনায় অটোরিকশা চুরি মেঘনায় দুটি কলেজের ফলাফলে ক্ষুব্ধ মেঘনাবাসী কক্সবাজার সমুদ্রসৈকতে দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন চিলমারীতে হস্তান্তরের আগেই ব্রহ্মপুত্রের পেটে যাচ্ছে আবাসন প্রকল্পের ঘর ১২ বছর আগে মিছিলে হামলা: সাবেক অর্থমন্ত্রী মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা আগামীর বাংলাদেশ হবে ইসলামের, নেতৃত্ব দেবে জামায়াত: মতিউর রহমান আকন্দ রিমান্ড শেষে সাবেক মুখ্য সচিব আজাদ ও আ.লীগ নেতা হুমায়ুন কারাগারেরিমান্ড শেষে সাবেক মুখ্য সচিব আজাদ ও আ.লীগ নেতা হুমায়ুন কারাগারে সিলেটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ

 

বিপ্লব সিকদার :

ভোলার লালমোহন উপজেলার করিমগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসার জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। ৩০ এপ্রিল (মঙ্গলবার) বরিশাল জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয় থেকে একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনা করে এ সত্যতা পেয়েছে। দুর্নীতি দমন কমিশনের( দুদক) জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সূত্র জানায় ভোলার লালমোহন উপজেলার করিমগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসার জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে উক্ত মাদ্রাসার অনুকূলে ৫ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। তবে অভিযানকালে কয়েকজন এলাকাবাসীর বক্তব্য পর্যালোচনায় উক্ত প্রতিষ্ঠানে সামগ্রিক কাজ না করে আংশিক টাকা আত্মসাতের অভিযোগটি প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়। অভিযানকালে উল্লিখিত বরাদ্দের ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা