• বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

দুর্নীতি মুক্ত দেশ গড়তে গণসচেতনতার বিকল্প নেই : দুদক সচিব

নিজস্ব সংবাদ দাতা / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

বিপ্লব সিকদার।।

দুর্নীতি মুক্ত দেশ গড়তে গণসচেতনতার বিকল্প নেই বললেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমিন।
আজ বুধবার (১২ জুন) চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশশনের (দুদক)আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদক সচিব বলেন আমাদের সকলের লক্ষ্য দুর্নীতি মুক্ত দেশ গড়া, এ জন্য বিভিন্ন জেলায় গণশুনানির আয়োজন করা হয়। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণশুনানির তথ্য নিশ্চিত করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে গণ শুনানীতে বিশেষ অতিথি ছিলেন মো: আক্তার হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) ও দুদক চট্টগ্রামের পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা। ভূমি প্রশাসন, পুলিশ প্রশাসন, পার্সপোর্ট, বিআরটিএ, পানিউন্নয়ন বোর্ড, সাব রেজিস্ট্রি অফিস, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ব্যাংক, শিক্ষা সম্পর্কীত বিভিন্ন দপ্তর, বিআইডাব্লিউটিএ, জেলা পরিষদসহ জেলা,উপজেলা নির্বাচন অফিসসহ মোট ৪৩ টি দপ্তরের মোট ৬৬ টি অভিযোগ উত্থাপন করা হয়। উত্থাপিত অভিযোগসমূহের গুরুত্ব ও সেবা বিবেচনা করে শাস্তিমূলক প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনিক তদন্ত, অনুসন্ধান শুরু করার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের যাচাই বাছাই কমিটির নিকট প্রেরণসহ যথাযথ ব্যবস্থার সিদ্ধান্ত প্রদান করেন উক্ত গণশুনানীর প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের সচিব জনাব খোরশেদা ইয়াসমিন। দুদক সচিব বলেন সমাজে দুর্নীতি বিরোধী-গল্প, সচেতনতা, আগামী প্রজম্মের মাঝে দুর্নীতি বিরোধী- চেতনা তৈরিতে সকলের ভুমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন