July 1, 2025, 6:07 pm
সর্বশেষ:
মেঘনার মুক্তিনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা জরিমানা স্বামী-স্ত্রীর ভালোবাসার বিরল দৃষ্টান্ত: কিডনি দিচ্ছেন জীবনসঙ্গিনী এক ব্যক্তির বারো হাত : সবগুলোই গিরগিটির মতো সমাজে বিচরণ আনারপুর বাস স্ট্যান্ড টার্নিং পয়েন্টে প্রতিদিন দুর্ঘটনা, প্রতিকারে নেই কার্যকর পদক্ষেপ একজন উপদেষ্টার আশকারা পাচ্ছে মুরাদনগরের দুষ্কৃতকারীরা: মির্জা ফখরুল হয়রানিমূলক গ্রেপ্তার ও মামলা এড়াতে ফৌজদারি কার্যবিধি সংশোধন এনবিআরের শীর্ষ ৬ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক পরকীয়া একটি সামাজিক বিপর্যয়, নিপীড়নের শিকার নারী চোরের মা’র বড় গলায় যে ক্ষতি হয় সমাজের মার্চ টু এনবিআর স্থগিত, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন আন্দোলনকারীরা

বিচার চলাকালে এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক

বিপ্লব সিকদার।।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম
বিচার চলাকালে আপিল বিভাগের এজলাস কক্ষে অসুস্থ হয়ে পড়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। বুধবার (৩ জুলাই) এ ঘটনা ঘটে। পরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমকে হাসপাতালে নেওয়া হয়। বেঞ্চ অফিসার মোহাম্মদ খায়রুল আলম লিটন এ তথ্য জানান। সূত্র : বাংলা ট্রিবিউন

জানা গেছে, বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। এই বেঞ্চের সদস্য বিচারপতি হিসেবে বিচার করছিলেন জাহাঙ্গীর হোসেন। তবে সকাল পৌনে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি।

(বিজ্ঞাপন)

 

এ সময় প্রধান বিচারপতিসহ বেঞ্চের অন্য বিচারপতিরা বিচারকাজ মুলতবি রেখে খাসকামরায় চলে যান। পরে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যান সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা